News71.com
 Sports
 30 Apr 16, 06:49 AM
 1049           
 0
 30 Apr 16, 06:49 AM

কেন বিরাট কোহলি পরেন ১৮ নম্বর জার্সি।।

কেন বিরাট কোহলি পরেন ১৮ নম্বর জার্সি।।

স্পোর্টস ডেস্কঃ খেলোয়াড়দের জন্যই বিখ্যাত হয়ে যায় কিছু নম্বর। যেমন ১০ নম্বর জার্সি বললেই মনে পরে ম্যারাডোনার আর লিওনেল মেসির কথা। ৭ নম্বরের তালিকায় যেমন আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তেমনই আছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটে এখন সবথেকে বেশি 'ফেমাস' ১৮ নম্বর জার্সি। এই জার্সির মালিক বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলির এই নম্বরের পেছেনের রহস্যটা কী? এত নম্বর থাকতে ১৮ কেন?

খেলোয়াড়দের সঙ্গে কুসংস্কারের একটা সম্পর্ক রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই জার্সি বা জুতা যাই হোক না কেন, কোন বিশেষ খেলোয়াড়ের কোন বিশেষ জিনিস ব্যবহারের কারণটা হয় কুসংস্কার। তবে কি বিরাটও কোন কুসংস্কারের জন্যই পরেন ১৮ নম্বর জার্সি?

না, কুসংস্কার নয়, ১৮ নম্বরের সঙ্গে জড়িয়ে আছে বিরাটের অনেকখানি আবেগ। ১৮ ডিসেম্বর, ২০০৬। বিরাট তখনও  আজকের বিরাট নন। টিম ইন্ডিয়ার নীল জার্সি তখনও তাঁর গায়ে ওঠেনি। ওই দিন বিরাট হারিয়েছিলেন তাঁর বাবাকে। বাবাই ছিলেন তাঁর ক্রিকেট জীবনের সবথেকে বড় প্রেরণা।

ছেলে দেশের হয়ে ক্রিকেট খেলবে, এটাই ছিল বিরাটের বাবার স্বপ্ন। সে স্বপ্ন আজ সত্যি হয়েছে বটে কিন্তু তা দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি তার। সেই সময় বিরাটের বয়স ছিল ১৮।

জানাগেছে ১৮ বছর বয়সে ১৮ তারিখে বাবাকে হারিয়েছিলেন কোহলি। তাই এই সংখ্যাটাকে বিশেষ গুরুত্ব দিতে জার্সিতে রেখে দিয়েছেন ১৮।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন