News71.com
 Sports
 10 Apr 18, 01:07 AM
 617           
 0
 10 Apr 18, 01:07 AM

আইপিএল।।রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ  

আইপিএল।।রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ   

স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত জয়ে এবারের আইপিএল মিশন শুরু করল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে গত রাতে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়েছে তারা। গতকাল দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। সোমবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের দেয়া ১২৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের পক্ষে ওপেনার শিখর ধাওয়ান ৭৭ রান করে অপরাজিত থাকেন। ৩৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আর ৫ রান করে আউট হন ঋদ্ধিমান সাহা। রাজস্থান রয়্যালসের পক্ষে একটি উইকেট নেন জয়দেব উনাদকাত।


এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন শ্রেয়াস গোপাল। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে চার ওভার বল করে ২৩ রান দিয়ে দুইটি উইকেট নেন সাকিব আল হাসান। এছাড়া ভুবনেশ্বর কুমার ১টি, বিলি স্ট্যানলেক ১টি, সিদ্ধার্থ্য কাউল ২টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর-

রাজস্থান রয়্যালস ইনিংস: ১২৫/৯(২০ ওভার)
(সঞ্জু স্যামসন ৪৯,শ্রেয়াস গোপাল ১৮)
(সাকিব আল হাসান ২৩/২,সিদ্ধার্থ্য কাউল ১৭/২)


সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংস:১২৭/১ (১৫.৫ওভার)

(শিখর ধাওয়ান ৭৭,কেন উইলিয়ামসন ৩৬)
(জয়দেব উনাদকাত ২৮/১)

ফলাফলঃ সানরাইজার্স হায়দ্রাবাদ ৯ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ:শিখর ধাওয়ান

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন