News71.com
 Sports
 03 Apr 18, 11:53 AM
 632           
 0
 03 Apr 18, 11:53 AM

ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন মহেন্দ্র সিং ধোনী।

ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন মহেন্দ্র সিং ধোনী।


স্পোর্টস ডেস্কঃ ভারতের ক্রিকেটে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশটির ক্রিকেট তারকা সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করলেন।গতকাল সোমবার রাষ্ট্রপতি ভবনে লেফট্যান্যান্ট কর্ণেল-এর পোশাকে ধোনি রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন।এই অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।


ভারতের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন মহেন্দ্র সিং ধোনী।তাকে বলা হয় ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।তার অধিনায়কত্বে ১৯৮৩ সালের পর ২০১১ সালের ২ এপ্রিল শ্রীলঙ্কাকে হারিয়ে দীর্ঘ ২৮বছর পরে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত।তাছাড়া গত এক যুগে ভারতের ক্রিকেটের সকল সফলতা আসে ধোনীর হাত ধরে।ধোনীর এই দারুণ পারফর্ম আর অধিনায়কত্বের জন্য ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পান তিনি।ভারতের ক্রিকেটে সফলতার আনার জন্য কিছুদিন আগেই সাবেক এই অধিনায়ককে ভারতীয় সেনাবাহিনী লেফট্যান্যান্ট কর্ণেল উপাধিতে সম্মানিত করা হয়েছে।এই সম্মান প্রাপ্তির পর থেকে ধোনি ভারতীয় সেনাবাহিনীদের একজন হয়ে গেছেন।যার কারণে সেনাবাহিনীর সমস্ত সুবিধাই পাবেন এই তারকা ক্রিকেটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন