News71.com
 Sports
 13 Mar 18, 11:33 AM
 720           
 0
 13 Mar 18, 11:33 AM

ত্রিদেশীয় টি-২০ সিরিজ ।।শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের পথে ভারত  

ত্রিদেশীয় টি-২০ সিরিজ ।।শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের পথে ভারত   

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফির ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।তিন ম্যাচ খেলে সিরিজে এটি তাদের দ্বিতীয় জয়।এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল তারা।অন্যদিকে, তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় হার। এখন পর্যন্ত বাংলাদেশ দুই ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে।গতকাল সোমবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার দেয়া ১৫৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে ৩১ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন মনিশ পান্ডে। ২৫ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। ১৫ বল খেলে ২৭ রান করেন সুরেশ রায়না। শ্রীলঙ্কার পক্ষে আকিলা ধনঞ্জয়া ২টি, নুয়ান প্রদীপ ১টি ও জীভন মেন্ডিস ১টি করে উইকেট নেন।


এর আগে বৃষ্টির কারণে আজ ম্যাচ কমিয়ে ১৯ ওভারে আনা হয়। প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।স্বাগতিকদের পক্ষে আজ ৩৮ বল খেলে ৫৫ রান করেন কুসল মেন্ডিস।ভারতের পক্ষে শারদুল ঠাকুর চার ওভার বল করে ২৭ রান দিয়ে চারটি উইকেট নেন।ওয়াশিংটন সুন্দর চার ওভার বল করে ২১ রান দিয়ে নেন দুইটি উইকেট।এছাড়া জয়দেব উনাদকাত ১টি, যুজবেন্দ্র চাহাল ১টি ও বিজয় শঙ্কর ১টি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর-

ফলাফলঃ৬ উইকেটে জয়ী ভারত।

শ্রীলঙ্কা ইনিংস: ১৫২/৯ (১৯ ওভার)

(দানুশকা গুনাথিলাকা ১৭, কুসল মেন্ডিস ৫৫, উপুল থারাঙ্গা ২২, দাসুন শানাকা ১৯)

(জয়দেব উনাদকাত ১/৩৩, ওয়াশিংটন সুন্দর ২/২১, শারদুল ঠাকুর ৪/২৭, যুজবেন্দ্র চাহাল ১/৩৪, বিজয় শঙ্কর ১/৩০)

ভারত ইনিংস: ১৫৩/৪ (১৭.৩ ওভার)
(রোহিত শর্মা ১১,লোকেশ রাহুল ১৮, সুরেশ রায়না ২৭, মনিশ পান্ডে ৪২*, দিনেশ কার্তিক ৩৯*)

(আকিলা ধনঞ্জয়া ২/১৯,নুয়ান প্রদীপ ১/৩০, জীভন মেন্ডিস ১/৩৪)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন