News71.com
 Sports
 18 Jan 18, 12:44 PM
 720           
 0
 18 Jan 18, 12:44 PM

নেইমারের ৪ গোলে পিএসজির দাপুটে জয়।। মেসির পেনাল্টি মিস, বার্সেলোনার পরাজয়  

নেইমারের ৪ গোলে পিএসজির দাপুটে জয়।। মেসির পেনাল্টি মিস, বার্সেলোনার পরাজয়   

স্পোর্টস নিউজঃ পাঁজরের চোটে আগের ম্যাচে নঁতের বিপক্ষে মাঠে নামা হয়নি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সেরা তারকা নেইমারের।দিঁজোর বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, সেই শঙ্কাও ছিল।শঙ্কা কাটিয়ে মাঠে নামলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।শুধু কি মাঠে নামলেন। ঘরের মাঠে দুর্দান্ত হ্যাটট্রিকসহ একাই চার গোল করে পিএসজিকে ৮-০ গোলের দাপুটে এক জয় এনে দিলেন তিনি।দিঁজোকে নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল উনাই এমেরির দল।নেইমারের সঙ্গে আক্রমণভাগের বাকি তারকারও গোলের দেখা পেয়েছে।অ্যাঞ্জেল ডি মারিয়া দুটি, এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপে একটি করে গোল করেছেন।শেষ পর্যন্ত ৮-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।


এদিকে অন্য ম্যাচে হার কি জিনিস যেন ভুলতেই বসেছিল বার্সেলোনা।টানা ২৯টি ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা অবশেষে হারের স্বাদ নিলো।খুব বড় দল নয়, লিওনেল মেসিদের মাটিতে নামাল অপেক্ষাকৃত দুর্বল এস্পানিওল।বুধবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা।এই ম্যাচে বার্সাকে একেবারেই চেনা যায়নি।শুরুতে লুইস সুয়ারেজকে মাঠে নামাননি ভালভার্দে।বার্সার আক্রমণভাগ তাতেই যেন ছন্দ হারিয়ে ফেলে।প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি।অবস্থা বেগতিক দেখে ম্যাচের ৬০তম মিনিটে লুইস সুয়ারেসকে নামান ভালভার্দে।৬২তম মিনিটে বার্সেলোনার সুযোগও আসে।এস্পানিওল নিজেদের ডি বক্সে সার্জিও রবার্তোকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা।স্পট কিক নেন দলের সবচেয়ে আস্থাভাজন লিওনেল মেসি।কে জানতো, তার শটও ঠেকিয়ে দেবেন গোলরক্ষক।ওই গোলটি আটকে যেন আরও তরতাজা হয়ে যায় এস্পানিওল। শেষ সময়ে এসে ৮৮তম মিনিটে বার্সাকে সবচেয়ে বড় হতাশাটা উপহার দেন অস্কার মেলেন্দো।কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ এই মিডফিল্ডার।শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এস্পানিওল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন