sports
 02 Jan 18, 09:44 AM
 149             0

শচীন টেন্ডুলকার যেমন মাঠের রাজা, তেমনি তিনি রান্নারও  

শচীন টেন্ডুলকার যেমন মাঠের রাজা, তেমনি তিনি রান্নারও   

স্পোর্টস নিউজঃ যে রাঁধে, সে চুলও বাঁধে।শচীন টেন্ডুলকারের বেলায় বলতে হয় যিনি মাঠের রাজা, তিনি রান্নারও রাজা।ভারতের কিংবদন্তী এই ব্যাটসম্যান যে সবসময় শুধু খেলা নিয়েই পড়ে ছিলেন না, গৃহস্থালির কাজেও সিদ্ধহস্ত, সেটা দেখা গেল নতুন বছরে। বন্ধুদের জন্য পুরোদুস্তোর শেফ হয়ে গেলেন সাবেক এই মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান।ক্রিকেট যখন খেলতেন তখন সতীর্থদের বিভিন্ন ভাবে সাহায্য করতেন।অফ ফর্মে পাশে দাঁড়ানো থেকে শুরু করে জুনিয়রদের নানা রকম টিপস দিয়ে সাহায্য করার সুনাম ছিল শচীনের। মাঠে এবং মাঠের বাইরে তার বন্ধুপ্রীতির কথা সবারই জানা।বন্ধুদের জন্য এবার নিজেই হাতেই রান্না করলেন ভারতীয় ক্রিকেটের আইকন।


নতুন বছরের পার্টিতে বন্ধুদের জন্য তন্দুরি বানালেন শচীন টেন্ডুলকার।রান্না করার সেই ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন ভারতের সাবেক অধিনায়ক।ছবির ক্যাপশনে লেখেন, নতুন বছরে বন্ধুদের জন্য রান্না করতে পেরে ভালো লাগছে।এটা দেখে ভালো লাগছে যে, ওদের প্রত্যেকেরই আমার রান্না খেয়ে ভালো লেগেছে।এখন নিজেদের আঙুল চাটছে।আশা করি, আপনাদের সকলের নতুন বছরের সন্ধ্যাটা ভালোই কেটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')