News71.com
 Sports
 16 Aug 17, 09:44 AM
 674           
 0
 16 Aug 17, 09:44 AM

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন ক্রিকেটের রাজপুত্র সৌরভ গাঙ্গুলী।।

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন ক্রিকেটের রাজপুত্র সৌরভ গাঙ্গুলী।।

স্পোটস ডেস্কঃ পশ্চিমবঙ্গের ক্রিকেটের ট্রেডমার্ক সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার সখ্যতার খবর নতুন নয়। এবার কলকাতার মাটিতে 'ঈশ্বরের হাত' খ্যাত ম্যারাডোনার সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন সৌরভ। ম্যাচ ফর ইউনিটি' শিরোনামের ম্যাচটি আগামী ২ অক্টোবর কলকাতার বারাসাতে অনুষ্ঠিত হবে। কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে,গাঙ্গুলী ছাড়াও ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক ধনরাজ পিল্লাই,জনপ্রিয় বাংলা অভিনেতা আবির চ্যাটার্জি এবং দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি ও দীপদাস গুপ্ত ম্যাচটিতে অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ২-৪ অক্টোবর ম্যারাডোনা কলকাতায় অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভারতের সাবেক ফুটবল গ্রেটরা এ ম্যাচে অংশ নেবেন। ম্যারাডোনার এ সফরের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শতদ্রু দত্ত জানান,ফুটবলের বাইরের তারকারা একজন একজন করে মাঠে নামবেন। হতে পারে সেটা প্রথম ৩০ মিনিটের পর। আমরা চাই প্রথমার্ধে সিরিয়াস ফুটবল খেলা হোক। ম্যারাডোনার সঙ্গে যাতে সকলের হাত মেলানো সম্ভব হয় সে ধারনা থেকেই এটা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন