
স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খেলায় আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদন্ধি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে আজ রাত আটটা পাঁচ মিনিটে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে রবিবার ভোর ছয়টা পাঁচ মিনিটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলেছে এই ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচ। বার্সেলোনা এর আগে দুইটি ম্যাচ খেলে দুইটিতেই জিতেছে। নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। নেইমার ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন। এরপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা। তারপর এই একমাত্র গোলটিও করেন নেইমার।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ দুইটি ম্যাচ খেলে দুইটিতেই হেরেছে। নিজেদের প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় রিয়াল।