News71.com
 Sports
 19 Jun 17, 10:50 PM
 650           
 0
 19 Jun 17, 10:50 PM

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে তামিম

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে তামিম

নিউজ ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এছাড়াও এবারে চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে আছেন ভারত-পাকিস্তানের ৭ ক্রিকেটার। ইংল্যান্ডের ৩ ক্রিকেটার ও বাংলাদেশের তামিম।

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি একাদশ : শিখর ধাওয়ান (৩৩৮ রান), ফখর জামান (২৫২ রান), তামিম ইকবাল (২৯৩ রান), বিরাট কোহলি (২৫৮ রান), জো রুট (২৫৮ রান), বেন স্টোকস (১৮৪ রান ও ৩ উইকেট), সরফরাজ আহমেদ (অধিনায়ক; ৭৬ রান ও ৯ ডিসমিসাল), আদিল রশিদ (৭ উইকেট), জুনায়েদ খান (৮ উইকেট), ভুবনেশ্বর কুমার (৭ উইকেট), হাসান আলী (১৩ উইকেট)। দ্বাদশ ব্যক্তি : কেন উইলিয়ামসন (২৪৪ রান)।

জানা গেছে, এই সেরা একাদশ বেছে নেওয়ার দায়িত্বে ছিলেন মাইকেল আথারটন, সৌরভ গাঙ্গুলী, রমিজ রাজা, লরেন্স বুথ (উইজডেন অ্যালম্যানাকের সম্পাদক), জুলিয়ান গায়ার (এএফপির ক্রিকেট সংবাদদাতা) এবং জিওফ অ্যালারডাইস (আইসিসির মহাব্যবস্থাপক)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন