News71.com
 Sports
 15 Jun 17, 08:31 PM
 701           
 0
 15 Jun 17, 08:31 PM

দুর্দান্ত খেলেই ভারতকে ২৬৫ রানের টার্গেট দিল টাইগাররা।।  

দুর্দান্ত খেলেই ভারতকে ২৬৫ রানের টার্গেট দিল টাইগাররা।।   

স্পোটস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দিনের শুরুতেই টস জিতে ভারতের দলপতি বিরাট কোহলি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২৬৪ রান। ব্যাটিংয়ে নেমে প্রথমেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের ষষ্ঠ বলে বোল্ড হন তিনি। এরপর জুটি গড়েন তামিম-সাব্বির। তবে মারমুখী ব্যাটিং শুরু করে দ্রুতই নিজের উইকেটটি বিলিয়ে দেন সাব্বির। ভুবনেশ্বরের বলে ক্যাচ তুলে দেন জাদেজার হাতে। বিদায়ের আগে তিনি ২১ বলে চারটি চারের সাহায্যে করেন ১৯ রান। দলীয় ৩১ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে টাইগাররা।

বিপদ এড়াতে লড়াই শুরু করেন তামিম-মুশফিক জুটি। তবে দু'জনেই অর্ধশতক তুলে নিলেও নিজের ইনিংসটা বড় করতে পরলেন না কেউই। ইনিংসের ২৮তম ওভারে বিদায় নেন তামিম। যাদবের বলে বোল্ড হওয়ার আগে তামিম ৮২ বলে ৭টি চার আর ১টি ছক্কায় করেন ৭০ রান। এরপর কিছুটা দেখে-শুনেই ব্যাটিং শুরু করেন সাকিব। তবে ব্যক্তিগত ১৫ রানে সাঝঘরে ফেরান জাদেজা। তারপর আর ধৈর্য্য ধরে রাখতে পারলেন না মুশফিক। যাদবের বলে কোহলির তালুবন্দি হন তিনি। এর আগে,৮৫ বলে চারটি চারের সাহায্যে ৬১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এরপর মোসাদ্দেক ফেরেন জাসপ্রিত বুমরাহর তালুবন্দি হয়ে। ব্যক্তিগত ১৫ রান করে বোলারের হাতেই ধরা পড়েন তিনি। পরে ইনিংসের ৪৫তম ওভারে বিদায় নেন মাহমুদুল্লাহ। এরপর মাশরাফি ও তাসকিন অপরাজিত থেকে আরো ৩৫ রান যোগ করলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২৬৫ রান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন