News71.com
 Sports
 11 Jun 17, 04:17 PM
 646           
 0
 11 Jun 17, 04:17 PM

ধর্ষকদের বিরুদ্ধে এবার নারীদের সুরক্ষা দেবে ইলেক্ট্রিক জুতা।।  

ধর্ষকদের বিরুদ্ধে এবার নারীদের সুরক্ষা দেবে ইলেক্ট্রিক জুতা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ নির্ভয়াকাণ্ডের কালোছায়া আজও তাড়া করে বেরায় ভারতের পথচলতি একলা মেয়েদেরকে। যেকোনও মুহূর্তে তাদের ওপর আক্রমণের ভয়ে তটস্থ থাকেন তারা। ভারতে ধর্ষণের বিরুদ্ধে একাধিক প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করা হলেও শেষ অবধি কোনও কিছুই নারীদেরকে রক্ষা করতে পারে নাই। তাই এবার দেশটির দেশের যুবসমাজই এবার এগিয়ে এল নারীদের সুরক্ষার কথা ভেবে। জানা গেছে,হায়দ্রাবাদের বাসিন্দা সতেরো বছর বয়সী সিদ্ধার্থ মন্ডালা আবিষ্কার করেছে এমন একটি বিশেষ জুতা যা সহজেই এই বর্বরোচিত এবং কুরুচিপূর্ণ কাজ থেকে নারীদেরকে রক্ষা করবে। এই অভিনব জুতার আবিষ্কার করে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ভারতবাসীর কাছে। সিদ্ধার্থ তার এই বিশেষ জুতাটির নাম দিয়েছেন ইলেক্ট্রো শু।

কিভাবে এই জুতাটি ধর্ষকদের বিরুদ্ধে কাজ করবে সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে সে বলে,এই জুতাটি সম্পূর্ণভাবেই নারীদের জন্য। যদি পথে একলা চলতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে পা চালিয়ে দিন ধর্ষকের দিকে। তাহলেই ওই ‘ইলেক্ট্রো শু’থেকে বেরিয়ে আসবে ইলেক্ট্রিক শক। আর তাতেই ঘায়েল হয়ে যাবে শত্রুপক্ষ। জানা গেছে,এই বিশেষ জুতোটি থেকে বেরিয়ে আসবে ০.১অ্যাম্ফেয়ারের ইলেক্ট্রিক শক। আর শত্রুপক্ষকে ইলেক্ট্রিক শক দেওয়ার পাশাপাশি মুহূর্তের মধ্যে পুলিশের কাছেও চলে যাবে খবর এবং যার উপর আক্রমণ করা হবে তার পরিবার বন্ধু বান্ধবের কাছেও চলে যাবে যে,সে সুরক্ষিত নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন