News71.com
 Sports
 11 Jun 17, 10:23 AM
 686           
 0
 11 Jun 17, 10:23 AM

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ রানে বিজয়ী ইংল্যান্ড, সেমিতে বাংলাদেশ

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ রানে বিজয়ী ইংল্যান্ড, সেমিতে বাংলাদেশ

স্পোটস ডেস্কঃ চতুর্থ উইকেট জুটি গড়ার পথে স্টোকস-মরগান। এ জুটিই বদলে দেয় ম্যাচের ভাগ্য বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ রানে বিজয়ী ঘোষণা করা হয়েছে।এরফলে গ্রুপ 'এ' থেকে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ সেমিফাইনালে উত্তীর্ণ হলো।অস্ট্রেলিয়ার দেয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে ইংলিশরা।


দলীয় মাত্র ৩৫ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে ইংলিশরা। কিন্তু স্টোকস-মর্গান এ অবস্থায় দলের হাল ধরেন। চতুর্থ উইকেটে তারা ১৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলেন। মর্গান ৮৭ রান করে জাম্পার সরাসরি থ্রুতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।৪০.২ ওভারে চার উইকেটে ২৪০ রান থাকা অবস্থায়বৃষ্টির হানায় খেলায় বন্ধ হয়ে যায়।পরে ইংলিশদের ৪০ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন