News71.com
 Sports
 10 Jun 17, 01:14 AM
 738           
 0
 10 Jun 17, 01:14 AM

সাকিব-মাহমুদউল্লাহর জোডা সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সাকিব-মাহমুদউল্লাহর জোডা সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক : কার্ডিফে আরেকটি ইতিহাসের জন্ম দিল বাংলাদেশ ক্রিকেট দল। ৩৩ রানে চার উইকেট হারানোর পর সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ২২৪ রানের পার্টনারশিপে ১৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। বাঁচামরার ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকলো বাংলাদেশের । ৩৩ রানে চার উইকেট হারানোর পর চাপ সামলে দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন সাকিব ও মাহমুদউল্লাহ। নাম লেখান রেকর্ডবুকে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন দু’জন। আগের কীর্তিটি ছিল তামিম-মুশফিকের। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে।

দলীয় ৩৩ রানের মাথায় মুশফিকুর রহিমের বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে। অ্যাডাম মিলনির বলে ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়েন। ১২ রান তুলতেই তিন উইকেট হারায় টাইগাররা। একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, সাব্বির রহমান ও সৌম্য সরকার। তিনটি উইকেটই তুলে নেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সবশেষ পঞ্চম ওভারের মাথায় সৌম্যকে (৩) এলবিডব্লু করেন। ওয়ানডাউনে ফিরে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন সাব্বির। লুক রনকির গ্লাভসে আটকা পড়েন। ইনিংসের প্রথম ওভারেই আউট হয়ে যান ফর্মে থাকা তামিম (০)। এলবিডব্লু হওয়ার পর রিভিউ নিলেও কোনো লাভ হয়নি।

আগের দুই ম্যাচে তামিমের ব্যাট থেকে আসে ২২৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির (১২৮) পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন অনবদ্য ৯৫ রানের ঝলমলে ইনিংস। তবে আজ শেষদিকে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় ব্ল্যাক ক্যাপসরা। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ ‍দাঁড়ায় আট উইকেট হারিয়ে ২৬৫। সর্বোচ্চ ৬৩ রান করেন রস টেইলর। রানআউট হওয়ার আগে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৫৭।

মাঠ খেলার অনুপযোগী হওয়ার কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। তবে কোনো ওভার কাটা হয়নি। বৃষ্টি শঙ্কায় কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ৩০ মিনিট বিলম্বে হওয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। আর অষ্টম ওভারের মাথায় বিপদজনক হয়ে ওঠা গাপটিল-রনকি জুটি (৪৬) ভেঙে প্রথম ব্রেকথ্রু এনে দেন একাদশে ফেরা তাসকিন আহমেদ। উঠিয়ে মারতে গিয়ে মিডঅনে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন লুক রনকি (১৬)। তাসকিনের পর আঘাত হানেন রুবেল হোসেন। ১৩তম ওভারে দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লুর ফাঁদে পড়েন মার্টিন গাপটিল (৩৩)।

টেইলর-উইলিয়ামসন জুটি (৮৩) ভেঙে আবারো ম্যাচে ফেরে বাংলাদেশ। টেইলরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নন স্ট্রাইকিং প্রান্ত সিঙ্গেল নিতে গিয়ে ক্রিজে ফিরে আসার আগে শর্ট ফাইন লেগ থেকে মোসাদ্দেক হোসেনের থ্রোতে উইলিয়ামসনকে (৫৭) রানআউট করেন সাকিব আল হাসান। এরপর নেইল ব্রুমকে নিয়ে আরও ৪৯ রান যোগ করেন টেইলর। ব্যক্তিগত ৫৩ রানে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৪৪তম ওভারে কিউই ব্যাটিং লাইনআপে জোড়া আঘাত হানেন মোসাদ্দেক। নেইল ব্রুমকে (৩৬) তামিম ইকবালের তালুবন্দি করার পর কোরি অ্যান্ডারসনকে (০) প্রথম বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন। নিজের পরের ওভারে (৪৬তম) আবারো স্পিন ভেলকি দেখান মোসাদ্দেক। এবার স্ট্যাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফেরেন জিমি নিশাম (২৩)। সপ্তম উইকেটের পতন ঘটে।

শেষদিকে এসে উইকেটের খাতায় নাম লেখান মোস্তাফিজ। ৪৯তম ওভারে অ্যাডাম মিলনিকে (৭) ক্লিন বোল্ড অষ্টম উইকেটের পতন ‘কাটার মাস্টার’। আর উইকেট যায়নি। আট উইকেট হারিয়ে কিউদের স্কোর দাঁড়ায় আট উইকেটে ২৬৫। মিচেল স্যান্টনার ১৪ ও টিম সাউদি ১০ রানে অপরাজিত থাকেন।আজ স্পিন বোলিংয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক। তাসকিন দু’টি ও একটি করে নেন মোস্তাফিজ ও রুবেল।চার পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে আনা হয় দু’টি পরিবর্তন। মেহেদী হাসানের মিরাজের জায়গায় দলে ফেরেন তাসকিন আহমেদ। অন্যদিকে, বাদ পড়েন ইমরুল কায়েস। ফেরানো হয় মোসাদ্দেক হোসেনকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন