
স্পোটস ডেস্কঃ বৃষ্টির কারণে টস হতেও দেরি হয়েছে প্রায় সোয় ঘণ্টা। তবে ওভার কাটা যায়নি। ঐতিহাসিক কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়তে হয়েছে ইমরুল কায়েস এবং মেহেদী হাসান মিরাজকে। একটি ম্যাচও না জিতে বলতে গেলে ভাগ্যের জোরে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে আছে বাংলাদেশ। আজ সুযোগ পারফরমেন্স দেখানোর। আগের দুই ম্যাচে যেসব ভুলগুলো হয়েছে তা শুধরে নেওয়ার। আজ হারলেই বাড়ি ফেরার জন্য ব্যাগ গোছাতে হবে। আর জিতলে ভালো একটা কিছুর অপেক্ষায় থাকা যাবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ায় এবং ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় আজকের ম্যাচটি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে। দুই ম্যাচে জয় না পেয়ে সেমির লড়াই থেকে কার্যত ছিটকে গেলেও অংকের হিসেবে এখনও টিকে আছে বাংলাদেশ। এদিকে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের জন্যও আজকের ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ পরিত্যক্ত এবং দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে বিপদে আছে উইলিয়ামসন বাহিনী। প্রথম দুই ম্যাচের দুই টিই জিতে 'এ' গ্রুপ থেকে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে এই গ্রুপের বাকী ৩ দলেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে।
২ ম্যাচে অংশ নিয়ে বৃষ্টিতে দুই টি পরিত্যক্ত হওয়ায় ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার জন্য সমীকরণটা সহজ। আগামী ১০ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে জিতলেই সেমিতে জায়গা নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। আর অজিরা হেরে গেলে সুযোগ তৈরি হবে ১ পয়েন্ট করে সংগ্রহে থাকা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। নিজেদের মুখোমুখিতে যে দল জিতবে তারাই সেমির টিকিট পাবে।