News71.com
 Sports
 09 Jun 17, 06:45 PM
 667           
 0
 09 Jun 17, 06:45 PM

চির প্রতিদন্ধি ব্রাজিলকে হারিয়েই শুরু সাম্পাওলির আর্জেন্টিনার

চির প্রতিদন্ধি ব্রাজিলকে হারিয়েই শুরু সাম্পাওলির আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : নেহাত প্রীতি ম্যাচ হলে কী হবে, ব্রাজিল-আর্জেন্টিনা যখন মুখোমুখি হয়, সেই ম্যাচ বাড়তি উত্তেজনা ছড়াবেই। মেলবোর্নে আজ ৯৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতি সে কথাই বলল। ম্যাচটা আর্জেন্টিনার জন্যও ছিল বিশেষ গুরুত্বের। এই ম্যাচ দিয়ে যে আর্জেন্টিনার কোচ হিসেবে যাত্রা শুরু করলেন হোর্হে সাম্পাওলি, যাঁকে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রাটা শুরু করতে পারলেন আর্জেন্টিনাকেই বঞ্চিত করে চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ।

ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানে আক্রমণভাগের চোখ ধাঁধানো উজ্জ্বলতাও। নেইমার যদিও ব্রাজিলের হয়ে এ ম্যাচে খেলেননি, তবু তারকার কমতি ছিল না। যদিও শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি এক ডিফেন্ডারের। ৪৪ মিনিটে ফিরতি শটে বল জালে জড়িয়ে ম্যাচের নায়ক হয়ে গেলেন গ্যাব্রিয়েল মার্কাদো।
(বিস্তারিত আসছে)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন