News71.com
 Sports
 08 Jun 17, 11:31 PM
 674           
 0
 08 Jun 17, 11:31 PM

কাশ্মীরের বিনিময়ে পাকিস্তান এবার এক বছরের জন্য বিরাট কোহলিকে চায়।।  

কাশ্মীরের বিনিময়ে পাকিস্তান এবার এক বছরের জন্য বিরাট কোহলিকে চায়।।   

স্পোটস ডেস্কঃ কখনো মাধুরী দীক্ষিত কখনা শচীন টেন্ডুলকার। ভারতের অভিনেত্রী, ক্রিকেটারদের পাওয়ার বিনিময়ে কাশ্মীর থেকে দাবি তুলে নেওয়ার রসিকতা পাকিস্তানিদের পুরনো স্বভাব। এবার সেই তালিকায় নাম উঠে গেল বিরাট কোহলির। মাধুরী দে দো,কাশ্মীর লে লো’ এবং ‘শচীন দে দো, কাশ্মীর লে লো’–র পরে এবার উঠল বিরাটকে পাওয়ার চাহিদা। গত রবিবার এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলায় পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। তারপর পাকিস্তানের সাংবাদিক নজরানা গফফর টুইট করেন,আমাদের (‌পাকিস্তানের)‌ গোটা দলটা তোমরা (‌ভারত)‌‌ নিয়ে নাও। আমরা কাশ্মীরও ছেড়ে দেবো। তার বদলে বিরাট কোহলিকে এক বছরের জন্য আমাদের দলে খেলতে বল। যদিও এরপর দেশে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে নজরানাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন