News71.com
 Sports
 08 Jun 17, 09:30 PM
 631           
 0
 08 Jun 17, 09:30 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ।। এই পরীক্ষায় জিততে পারা টাইগারদের জন্য সহজ হবে  

চ্যাম্পিয়ন্স ট্রফি ।। এই পরীক্ষায় জিততে পারা টাইগারদের জন্য সহজ হবে   

স্পোটস ডেস্কঃ রাত পোহালেই কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার টিম টাইগার। একে তো সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখা,অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে অন্তত একটি ম্যাচ জয়ের শেষ সুযোগ। প্রথম দুই ম্যাচে হেরে সেমির লড়াই থেকে কার্যত ছিটকে গেলেও অংকের হিসেবে এখনও টিকে আছে বাংলাদেশ। এদিকে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের জন্যও আগামীকাল শুক্রবারের ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ পরিত্যক্ত এবং দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে বিপদে আছে উইলিয়ামসন বাহিনী। তাই বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি দুই দলের জন্যই মহারণ।

প্রথম দুই ম্যাচের দুই টিই জিতে 'এ' গ্রুপ থেকে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে এই গ্রুপের বাকী তিন দলেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। ২ ম্যাচে অংশ নিয়ে বৃষ্টিতে দুই টি পরিত্যক্ত হওয়ায় ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার জন্য সমীকরণটা সহজ। আগামী ১০ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে জিতলেই সেমিতে জায়গা নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। আর অজিরা হেরে গেলে সুযোগ তৈরি হবে ১ পয়েন্ট করে সংগ্রহে থাকা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। নিজেদের মুখোমুখিতে যে দল জিতবে তারাই সেমির টিকিট পাবে।

টুর্নামেন্টে দুর্দান্ত শুরুর সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার ১২৮ রান সত্ত্বেও বোলিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচটি ৮ উইকেটে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে উজ্জল ছিলেন তামিম।

টানা দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌছে গিয়েছিলেন তামিম। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ ম্যাচে ৯৫ রানেই আটকে যান এই বাঁ-হাতি ওপেনার। তারপরও ১৮২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে খেরতে নেমে ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান তুলেও ফেলে অস্ট্রেলিয়া। এরপরই নামে বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় । নিজেদের ইনিংসে মোট ২০ ওভার খেলতে পারলেই বৃষ্টি আইনে ম্যাচটি জিততে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু ৪ ওভার কম খেলাতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আর এই বৃষ্টির কারনেই সেমিতে খেলার আশা এখনো বেঁচে আছে বাংলাদেশের। আগামীকাল তাই কঠিন পরীক্ষার মুখোমুখি টিম টাইগার। মাশরাফিরা পারবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন