
স্পোটস ডেস্কঃ আগেই জানা গিয়েছিল পেসার ওয়াহাব রিয়াজের চ্যাম্পিয়সন ট্রফি পর্ব শেষ হয়ে গেছে। এবার তার পরিবার্ত বাঁহাতি সীমার রুম্মান রাইসকে দলে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। গত রবিবার ভারতের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় রিয়াজ গোড়ালিতে আঘাত পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এদিকে আজ বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
ভারতের বিপক্ষে ম্যাচে মাঠ ত্যাগের আগে রিয়াজ ৮.৪ ওভারে ৮৭ রান দিয়েছিলেন। রাইস এ পর্যন্ত পাকিস্তানের হয়ে কোনো ওয়ানডে ম্যাচে অংশ নেননি। তবে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে তার অভিষেক হয়েছে। চলতি বছরও ক্যারিবীয়দের বিপক্ষে তিনি ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। লিস্ট এ ক্রিকেটে তার অসাধারণ রেকর্ড রয়েছে। ৪২ ম্যাচে ৪.৭৭ ইকোনোমি রেটে তিনি ৬৪ উইকেট দখল করেছেন।
আজকের ম্যাচটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে প্রোটিয়াদের। আর টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে হলে প্রোটিয়াদের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে প্রতিটি বিভাগেই খারাপ খেলে হারের স্বাদ পায় পাকিস্তান। পুরো ম্যাচে কখনই সেরাটা দিতে পারেনি তারা। অন্যদিকে ‘বি’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৬ রানে হারিয়েছিলো প্রোটিয়ারা।তাই পাকিস্তানের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ।
ভারতের বিপক্ষে পরাজয়ের পর পাকিস্তানের কোচ মিকি আর্থারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তাকে সরানোর দাবি উঠেছে। তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ আর্থার মনে করেন,২৪ হাজার দর্শকের সামনে ভারতের বিপক্ষে খেলতে নেমে ভয় পেয়েছিল পাকিস্তানের খেলোয়াড়রা। উদ্বেগজনক বিষয় হচ্ছে আমরা শুধু বেসিক ভুলই করছি। আমরা সহজ ক্যাচ ফেলছি। উইকেটে আমরা ভালোভাবে দৌড়াতে পারছি না। আমরা বৈচিত্র্যময় বোলিং করতে পারছি না। কিন্তু আমার বিশ্বাস দল ঘুড়ে দাঁড়াবে এবং দক্ষিণ আফ্রিকাকে হারাবে। কারণ আমি মনে করি,আমার খেলোয়াড়রা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।