News71.com
 Sports
 06 Jun 17, 07:53 PM
 644           
 0
 06 Jun 17, 07:53 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট : নিউজিল্যান্ডকে ৩১১ রানের টার্গেট দিল স্বাগতিক ইংল্যান্ড  

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট : নিউজিল্যান্ডকে ৩১১ রানের টার্গেট দিল স্বাগতিক ইংল্যান্ড   

স্পোটস ডেস্কঃ তিন অর্ধশতকের ওপর ভর করে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে ৩১১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জো রুট,এছাড়া অ্যালেক্স হেলস ৫৬,বেন স্টোকস ৪৮ ও জস বাটলারের ব্যাট থেকে আসে হার না মান ৬১ রানের ইনিংস। আর কিউইদের হয়ে অ্যাডাম মাইল ও কোরি অ্যান্ডারসন ৩টি করে টিম ২টি এবং বোল্ট ও স্যান্টনার একটি করে উইকেট নেন।

ইংল্যান্ড দল : জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম প্লাঙ্কেট, জেক বল, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ড দল : মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন, রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন