
স্পোটস ডেস্কঃ ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াকে ১৮৩ রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নামে মাশরাফি বাহিনী। ধীরে ধীরে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া।
অ্যারোন ফিঞ্চের উইকেট হারালেও স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার সংগ্রহ যখন ১৬ ওভারে ১ উইকেটে ৮৩। তখন বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে ইংল্যান্ডের স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর এতেই যেন অনেকটা আশা ফিরে পেয়েছে টাইগাররা। কেননা বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার সম্ভাবনা অনেকটা বেঁচে রইল। এদিকে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল ১টি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।