News71.com
 Sports
 06 Jun 17, 09:38 AM
 646           
 0
 06 Jun 17, 09:38 AM

আবার ফুটবল প্রাঙ্গণে শোকের ছায়া।।

আবার ফুটবল প্রাঙ্গণে শোকের ছায়া।।

স্পোটস ডেস্কঃ সাবেক নিউক্যাসেল ইউনাইটেড প্লেয়ার চিক টোটে। এই মুহূর্তে খেলেন চাইনিজ দল বেজিং এন্টারপ্রাইজের হয়ে। গত ফেব্রুয়ারিতেই যোগ দিয়েছিলেন নতুন ক্লাবে। গতকাল সোমবার সকাল ছয় টার সময় দলের হয়ে অনুশীলনে নেমেছিলেন তিনি। হঠাৎ করে মাঠের মধ্যে জ্ঞান হারান তিনি।

সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সকাল সাতটার সময় ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এমন ঘটনার ঘোর কাটিয়ে এখনও বেরতে পারেনি ক্লাব ও তাঁর সতীর্থরা। আইভরি কোস্টের এই মিড ফিল্ডার কেরিয়ার শুরু করেছিলেন বেলজিয়ামের ক্লাব থেকে। এর পর খেলেছেন নেদারল্যান্ডসে। আইভরি কোস্টের হয়ে ৫২টি ম্যাচও খেলেছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশটির ফুটবলে প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন