
স্পোটস ডেস্কঃ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার সামনে বড় কোনও সংগ্রহ দাঁড় করাতে পারেনি মাশরাফি বাহিনী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট হয়েছে ১৮২ রানে। একমাত্র তামিম ইকবাল ছাড়া আর কেউই অজিদের বোলিং তোপের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন তামিম নিজেও আউট হয়েছেন ৯৫ রানে। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাকিবের ব্যাট থেকে তাও মাত্র ২৯ রান।
এর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার স্কিপার মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্যের উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকারও। দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারলেন না সৌম্য।