
স্পোটস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশেষে অনুমিতভাবেই পরিবর্তন আসল টাইগার একাদশে। ইংল্যান্ডের বিপক্ষে ৪ বোলার নিয়ে খেলার জন্য সমালোচিত হওয়ার পর এবার একাদশে ফিরলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিমধ্যেই টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক টসের পর বলেছেন, এটি ব্যাটিং সহায়ক উইকেট তাই ব্যাটিং বেছে নেওয়াটাই যুক্তিযুক্ত। গত ম্যাচে হেসেছিল ওপেনার তামিম ইকবালের ব্যাট। হেসেছিল মুশফিকুর রহিমের ব্যাটও। আজও শক্তিশালী অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার হারাতে হলে জ্বলে উঠতে হবে টাইগার ব্যাটসম্যানদের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল,সৌম্য সরকার, ইমরুল কায়েস,মুশফিকুর রহিম,সাকিব আল হাসান,সাব্বির রহমান,মাহমুদউল্লাহ,মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা,মুস্তাফিজুর রহমান,রুবেল হোসেন।