News71.com
 Sports
 27 May 17, 07:56 PM
 676           
 0
 27 May 17, 07:56 PM

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩৪২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।।  

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩৪২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।।   

স্পোটস ডেস্কঃ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ শনিবার পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বার্মিংহামে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৪১ রান করে টাইগাররা। আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের দিকে যেতে থাকে টাইগাররা। দলীয় ২৭ রানের সময় ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে আসেন আরেক ওপেনার তামিম ও ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস।

দলীয় বড় সংগ্রহ গড়ার পথে সর্বোচ্চ ইনিংসটি তামিম ইকবালের ব্যাট থেকে আসে। ৯৩ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯,মোসাদ্দেক ২৬ এবং সাকিব আল হাসান ১৯ রানে আউট হয়েছেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জুনায়েদ খান। হাসান আলী ও সাদাব খান ২টি করে উইকেট নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন