News71.com
 Sports
 21 May 17, 09:34 PM
 763           
 0
 21 May 17, 09:34 PM

ছেলেদের আন্তর্জাতিক কোনো ফুটবল ম্যাচে প্রথম নারী রেফারি।।  

ছেলেদের আন্তর্জাতিক কোনো ফুটবল ম্যাচে প্রথম নারী রেফারি।।   

স্পোটস ডেস্কঃ বিশ্বায়নের এ যুগে সমাজ,রাষ্ট্র,অর্থনীতি,শিক্ষা,বিনোদন সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহন বেড়ে চলেছে। তবে এখনো পর্যন্ত আন্তর্জাতিক কোনো ফুটবল ম্যাচে ছেলেদে রেফারি হিসেবে কোনও মেয়েকে দেখা যায়নি। এবার সেই রেকর্ড গড়তে যাচ্ছেন এক জার্মান নারী। নাম বিবিয়ানা স্টাইনহাস। যদিও চলতি মৌসুমেই বুন্দেস লিগায় ম্যাচ পরিচালনার গুঞ্জন ছিল বিবিয়ানা স্টাইনহাসের। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে আগামী মৌসুমে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন ৩৮ বয়সী এই পুলিশ অফিসার। প্রথম নারী রেফারি হিসেবে বুন্দেস লিগায় ছেলেদের ম্যাচ পরিচালনা করবেন স্টেইনহাস। ২০১৭-১৮ মৌসুমের জন্য নতুন চারজন রেফারির নাম ঘোষণা করেছে বুন্দেস লিগা কর্তৃপক্ষ। সেখানেই তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

এ নিয়ে স্টেইনহেস বলেন,এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মত। আমি জানি বুন্দেস লিগার ম্যাচ গণমাধ্যমে প্রচার পায়,অনেক মানুষ দেখে। তবে আমি মনে করি,সাফল্যের সঙ্গে আমার এই দায়িত্ব পালন করতে পারব। উল্লেখ্য,পুলিশ কর্মকর্তা স্টেইনহাস ছয় বছর ধরেই জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের ফুটবলে ম্যাচ পরিচালনা করে আসছেন। এর আগে তিনি বুন্দেস লিগায় সহকারী রেফারির দায়িত্বও পালন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন