News71.com
 Sports
 11 Apr 16, 02:43 AM
 771           
 0
 11 Apr 16, 02:43 AM

সৌদি আরবে এক ফুটবলার ইসলামপন্থী না হওয়ায় চুল কর্তন ।।

সৌদি আরবে এক ফুটবলার ইসলামপন্থী না হওয়ায় চুল কর্তন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে চুলের ছাট ইসলামপন্থী না হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এক ফুটবলারকে ধরে মাঠের পাশেই তার চুল কেটে দিয়েছে । খেলা শুরুর আগ মুহূর্তে তার চুল কেটে দেয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে । যাতে দেখা যাচ্ছে বেচারা ফুটবলারের মাথায় কেঁচি চালাচ্ছে রেফারি নিজেই ।একটা নয় দু দুটো কেঁচি দিয়ে ছেঁটে দেয়া হচ্ছে তার মোহক্ স্টাইল ।

দেশটির ফুটবল ফেডারেশনের ইসলামপন্থী চুল নিয়ে যে আইন আছে । সৌদি আরবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফুটবলাররা চুল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেন । তাদের উদ্ভট হেয়ার কাট স্কুলের বাচ্চারা অনুকরণ করে । তাই দেশটির স্পোর্টস ও অলিম্পিক কমিটিকে সেবিষয়ে ব্যবস্থা নিতে অনূর্ধ্ব করেছেন দেশটির যুব অর্গানাইজেশনের প্রধান । সৌদি আরবের স্থানীয় ক্লাবগুলোতে বহু বিদেশি ফুটবলাররা খেলেন । ইসলামপন্থী চুলের আইন অমান্য করলে তাদেরও মুক্তি নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন