News71.com
 Sports
 20 May 17, 11:56 PM
 700           
 0
 20 May 17, 11:56 PM

ভারতকে হারাতে নয়, শিরোপা জিততেই চ্যাম্পিয়ন ট্রফিতে যাবে পাকিস্তান ।।ইনজামাম-উল-হক  

ভারতকে হারাতে নয়, শিরোপা জিততেই চ্যাম্পিয়ন ট্রফিতে যাবে পাকিস্তান ।।ইনজামাম-উল-হক   

স্পোটস ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি যতই এগিয়ে আসছে এর উত্তেজনাও ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে যেখানে উত্তেজনার পারদ তুঙ্গে থাকে এবারও তার ব্যতিক্রম নয়। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত না হওয়ায় আইসিসি’র টুর্নামেন্টগুলোতেই চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে সমর্থকরা।

এবারও ইংল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির সব আকর্ষণই থাকবে আগামী ৪ জুন বার্মিংহামের এজবাস্টনের দিকে। এই দিনই ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে। তবে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জানিয়েছেন তারা শুধুমাত্র ভারতকে পরাজিত করতে নয়,বরং চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিততেই ইংল্যান্ডে যাচ্ছেন। আজ শনিবার পাকিস্তানের গণমাধ্যমগুলো ইনজামামের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

২০০৪ সালে এই এজবাস্টনে ভারতকে হারানোর সুখস্মৃতি আরেকবার মনে করিয়ে দিয়েছেন ইনজামাম। ওই সময় পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি। এবারও তার পুনরাবৃত্তির আশা করছেন ইনজামাম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ জয় করা পাকিস্তান দলের আত্মবিশ্বাস বেশ তুঙ্গে। ইনজামাম বিশ্বাস করেন এই জয় চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে তার দলকে অনুপ্রেরণা যোগাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন