News71.com
 Sports
 20 May 17, 11:24 AM
 675           
 0
 20 May 17, 11:24 AM

চলতি মৌশুম শেষে বার্সেলোনা ছাড়ছেন নেইমার?  

চলতি মৌশুম শেষে বার্সেলোনা ছাড়ছেন নেইমার?   

স্পোটস ডেস্কঃ চলতি মৌশুম শেষ হলেই বার্সাকে বিদায় জানাবেন নেইমার। কোথায় যাবেন,তা এখনও ঠিক না হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ব্রাজিলের এই তারকাকে পেতে আগ্রহী। শোনা যাচ্ছে,খোদ নেইমারের বাবা নাকি চাইছেন তার ছেলে ম্যান ইউতে খেলুক। এমনিতে বার্সেলোনায় খেলা নিয়ে নেইমারের কোন সমস্যা নেই। দলের বাকি দুই তারকা লিওনেল মেসি এবং লুই সুয়ারেজের সঙ্গে তার সম্পর্ক ভাল। কিন্তু বার্সায় কখনই তিনি প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারবেন না,অন্তত যতদিন মেসি রয়েছেন।


নেইমার চাইছেন আরও বেশি খেতাব জিততে এবং ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নিজেকে ব্যালন ডি’ওরের দৌড়ে রাখতে। সেটা করতে গেলে মেসির ছায়া থেকে বেরোনো প্রয়োজন। সে কারণেই নেইমারের লক্ষ্য এমন ক্লাব,যা তাকে নায়কের মর্যাদা দিতে পারবে। এদিকে ম্যান ইউয়ের কোচ হোসে মরিনহোও নাকি ব্রাজিলীয় তারকাকে নিতে আগ্রহী। আগামী মৌশুমে আক্রমণভাগ জোরদার করতে তারা বেশ কিছু তারকাকে নিতে ইতিমধ্যেই তৈরি। জল্পনা চলছে রিয়েল মাদ্রিদের তারকা জেমস রদ্রিগেজকে নিয়েও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন