News71.com
 Sports
 18 May 17, 10:23 PM
 652           
 0
 18 May 17, 10:23 PM

আইপিএলের নিয়ম নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড কিং শাহরুখ খান।।  

আইপিএলের নিয়ম নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড কিং শাহরুখ খান।।   

স্পোটস ডেস্কঃ আইপিএলের নিয়ম নিয়ে এ বার প্রশ্ন তুলে দিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড কিং শাহরুখ খান। এই মৌসুমে তেমনভাবে মাঠে দেখা যায়নি বলিউড বাদশাকে। তবে এলিমিনেটরের ম্যাচ শেষে তিনি বেশ বিরক্তি প্রকাশ করেছেন আইপিএলের নিয়ম নিয়ে। প্লে-অফ ম্যাচগুলোকে 'প্রকৃতির মর্জির' ওপর ছেড়ে দেওয়াতেই শাহরুখের এই রাগ। বিষয়টি আসলে কী? গতকাল বুধবার বেঙ্গালুরুতে বৃষ্টি শেষে যখন খেলা শুরু হয়েছিল তখন স্থানীয় সময় রাত ১টা! এই বৃষ্টির জন্য শেষ পর্যন্ত হায়দরাবাদ-কলকাতা ম্যাচের দ্বিতীয় ইনিংস ৬ ওভারে এসে দাঁড়িয়েছিল। বৃষ্টির কারণে খেলা না হলে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে ছিটকে যেতে হত কলকাতাকেই। প্রশ্ন উঠছে সেখানেই। এত গুরুত্বপূর্ণ প্লে-অফের ম্যাচের জন্য কেন রাখা হয়নি রিজার্ভ ডে।

নিয়মের কারণে বৃষ্টি থামার পর মধ্য রাতেই ব্যাট করতে নামতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। ৪৮ রানের টার্গেটে পৌঁছতে কলকাতাকেও বেগ পেতে হয়। ওই সামান্য লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারাতে হয় নাইটদের। এরপরই সোশ্যাল সাইট টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেন শাহরুখ। তিনি লিখেছেন,আমার দল জিতেছে এটা খুব ভাল। আমি খুশি। কিন্তু প্লে-অফের জন্য একটা দিন হাতে রাখা উচিত। ম্যাচ বাতিল হলে কী হবে সেই প্রশ্ন তোলেন তিনি। যেটা হতে যাচ্ছিল গত রাতে। যদিও সম্পূর্ণ ম্যাচ দেখেননি শাহরুখ। যখন রাত ১টায় ম্যাচ শুরু হয় তার আগেই স্টেডিয়াম ত্যাগ করেছিলেন তিনি। তিনি টুইটারে আরও লিখেছেন,আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ। বৃষ্টি থেমে,ম্যাচ শুরু না হলে চলে যেতে হবে। যদিও শেষ পর্যন্ত খেলাও হয়। জয়ও আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন