News71.com
 Sports
 15 May 17, 09:50 PM
 694           
 0
 15 May 17, 09:50 PM

৩২০ রানের পার্টনারশিপে বিশ্ব রেকর্ড গড়লেন দুই নারী ক্রিকেটার দীপ্তি শর্মা ও পুনম রাউত।।  

৩২০ রানের পার্টনারশিপে বিশ্ব রেকর্ড গড়লেন দুই নারী ক্রিকেটার দীপ্তি শর্মা ও পুনম রাউত।।   

স্পোটস ডেস্কঃ বিশ্বক্রিকেট অসাধারণ এক রেকর্ড গড়লেন দুই ভারতীয় নারী ক্রিকেটার। ওয়ান ডে-তে প্রথমবার ট্রিপল সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি শর্মা ও পুনম রাউত। আজ সোমবার দক্ষিণ আফ্রিকায় চারদেশীয় টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেটে ৩৫৮ রান তোলে ভারতীয় মহিলা দল। এর মধ্যে ওপেনিং জুটিতে দীপ্তি ও পুনমের ৩২০ রানের পার্টনারশিপ। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার ৩০০ রানের পার্টনারশিপে নজির গড়লেন ভারতের এই দুই নারী। টুর্নামেন্টের বাকি দু’টি দল হল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

এর মধ্যে ১৮৮ রানের ইনিংস খেলেন দীপ্তি। আর ১০৯ রানের ইনিংস পুনমের। দীপ্তির ১৮৮ রানের ইনিংস মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সর্বোচ্চ স্কোর রয়েছে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। ১৬০ বলের ইনিংসে ২৭টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি মারেন দীপ্তি। আর ১১৬ বলে ১০৯ রান করে রিটায়ার্ড হার্ট আউট হন পুনম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন