
স্পোটস ডেস্কঃ আবারও কোচের ভূমিকায় দেখা যাবে দিয়াগো ম্যারাডোনাকে। এবার সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরার কোচ হয়েছেন ৫৬ বছর বয়সী ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। টুইটারে এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া ম্যারাডোনা তার ফেসবুক পেজেও ব্যাপারটি নিশ্চিত করে বলেছেন, আপনাদের সকলকেই জানাতে চাই যে,আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরার নতুন কোচ আমি।
প্রসঙ্গত,খেলোয়াড় হিসেবে ম্যারাডোনা সফল। কিন্তু ভালো খেলোয়াড় মানেই যে ভালো কোচ নয়,সেটার সবচেয়ে বড় উদাহরণ তিনিই। কোচ হিসেবে তার অধীনে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। সেবার জার্মানির কাছে ৪-০ গোলে হেরেছিল তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব নিয়েও ব্যর্থ হন তিনি। সে দেশের ঘরোয়া লিগ শেষ করেন পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকে। যার ফলটাও ছিল ভয়াবহ। ২০১২ সালের জুলাই মাসে ম্যারাডোনাকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।