News71.com
 Sports
 06 May 17, 06:56 AM
 679           
 0
 06 May 17, 06:56 AM

শেষ পর্যন্ত ফিফার নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলেন মেসি।।

শেষ পর্যন্ত ফিফার নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলেন মেসি।।

স্পোটস ডেস্কঃ ভক্তদের আশা হতাশায় পরিণত হলো না। ফিফার শুনানি শেষে মেসির আইনজীবি গণমাধ্যমকে বলেছিলেন,মেসির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তিনি আশাবাদী। শেষ পর্যন্ত সেটাই হলো। ৪ ম্যাচের নিষেধাজ্ঞা আর কাটাতে হচ্ছে না তাকে। তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ইতিমধ্যে ১ ম্যাচ নিষেধাজ্ঞাও কাটিয়েছেন তিনি,তবে উরুগুয়ে,ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে বাকি ৩ ম্যাচের নিষেধাজ্ঞা আর কাটাতে হবে না তাকে।

নিঃসন্দেহে মেসিভক্ত আর আর্জেন্টিনা জাতীয় দলের জন্য এটি বিরাট সুসংবাদ। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সহকারী রেফারিকে কটূক্তি করে ফিফা শৃঙ্খলা কমিটির কাছ থেকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচটা খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে লেজেগোবরে অবস্থা আর্জেন্টিনার। তার মধ্যে প্রায় কালিমামুক্ত ক্যারিয়ারের অধিকারী মেসিকে এতবড় শাস্তি দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল ফুটবলবিশ্বে।

শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার শাস্তির বিরুদ্ধে আপিল করা হয় মেসির পক্ষ থেকে। সেই আপিল শুনানির পর তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফার আপিল কমিটি। আপিল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে,মেসির বিরুদ্ধে সহকারী রেফারির সঙ্গে অশোভন আচরণ করার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে মেসিকে যে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছিল,সেটাও বাতিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন