News71.com
 Sports
 14 Apr 17, 07:21 PM
 753           
 0
 14 Apr 17, 07:21 PM

২৬ মে মুক্তি পাচ্ছে শচীনের বায়োপিক ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’

২৬ মে মুক্তি পাচ্ছে শচীনের বায়োপিক ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’

স্পোর্টস ডেস্ক : বহুল আকাঙ্খিত ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে সিনেমা ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’ সিমেনা মুক্তি পাচ্ছে আগামী ২৬ মে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক টুইট বার্তায় সিনেমাটির অফিসিয়াল ট্রেলার আত্মপ্রকাশ করে শচীন টেন্ডুলকার নিজেই একথা জানিয়েছেন। হ্যাশ ট্যাগ দিয়ে টুইটে তিনি লেখেন, ‘#শচীন ট্রেইলার এখন এখানে!’ ছবিটি পরিচালনা করেছেন জেমস এরকিনস। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অস্কার বিজয়ী এ আর রহমান।

ছবিতে ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ বিজয়ের সময় কোন ঘটনায় অনুপ্রাণিত হন শচীন, তা তুলে ধরা হয়েছে। এছাড়া তার ক্রিকেট ক্যারিয়ারে সব রেকর্ডের ঘটনা ও তার নেপথ্য কাহিনী উঠে এসেছে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর শচীন ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। তিনি ২শ’ টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং টেস্ট ও ওয়ানডে মিলে ১শ’ টি শতকের রেকর্ড গড়েছেন। প্রসঙ্গত, ভারতের পাশাপাশি ছবিটির আন্তর্জাতিক মুক্তিও হবে ২৬ মে। নামকরা পরিবেশক অনিল থাডানি শচীনের কাছ থেকে পরিবেশনার স্বত্ত্ব পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন