
স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০০৬ সালে। ভারতে অনুষ্ঠিত ওই দলের নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল বাশার। ১১ বছর পর আবারও যখন এই টুর্নামেন্টে খেলতে নামছে বাংলাদেশ, তখনও থাকছেন সাবেক এই অধিনায়ক। তবে এবার অন্য ভূমিকায়। ওয়ানডে বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে হাবিবুলের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১ জুন ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। ৮ দেশের এই টুর্নামেন্টের তারকাখচিত শুভেচ্ছা দূতের তালিকায় হাবিবুলের সঙ্গে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, ইংল্যান্ডের ইয়ান বেল, নিউজিল্যান্ডের শেন বন্ড, অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। টুর্নামেন্ট শুরুর ঠিক ৫০ দিন আগে আট দেশের আট শুভেচ্ছা দূতের নাম ঘোষণা করেছে আইসিসি।
এই আট খেলোয়াড়ের প্রত্যেকে তাদের দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আর ক্রিকেটকে করেছেন সমৃদ্ধ। সবাই মিলে খেলেছেন ১,১৭৪ ওয়ানডে। পরিসংখ্যান বলছে এই ম্যাচগুলোতে তাদের রান সংখ্যা ৫১,৯০৬; সেঞ্চুরির সংখ্যা ৪৮ টি আর উইকেট সংখ্যা ৮৩৮।