
স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি কবে মাঠে ফিরছেন? বেশ কিছু দিন ধরেই এটি ছিল মিলিয়ন ডলারের প্রশ্ন। এবার কোহলি নিজেই জানিয়ে দিলেন মাঠে ফেরার দিনক্ষণ। খুব সম্ভবত পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই মাঠে ফিরছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। এবারের আইপিএলে কোহলিকে ছাড়া প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু তৃতীয় ম্যাচে আবার হেরে বসে দলটি। যদিও তৃতীয় ম্যাচে ফিরে অসাধারণ ব্যাটিং করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু জয় আসেনি। এবার কোহলির ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়া সিরিজে রাঁচিতে তৃতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন কোহলি। ওই চোট নিয়ে সেই ম্যাচে খেললেও ধর্মশালায় শেষ টেস্টে খেলতে পারেননি। খেলতে পারেননি আইপিএলে বেঙ্গালুরুর প্রথম তিন ম্যাচেও। কদিন আগে কোহলি জানিয়েছিলেন, নিজেকে ১২০ শতাংশ ফিট মনে করলেই কেবল মাঠে নামবেন। এবার জানালেন, আগামী শুক্রবার মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে জিম করার একটি ভিডিও পোস্ট করে কোহলি লিখেছেন, ‘মাঠে ফেরার জন্য আর তর সইছে না। প্রায় পৌঁছে গেছি? ১৪ এপ্রিল?’ শেষ দুই লাইনে যদিও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছেন। তবে মাঠে ফেরার ইঙ্গিত এর থেকে বেশি আর কী হতে পারে!