News71.com
 Sports
 09 Apr 17, 07:34 PM
 685           
 0
 09 Apr 17, 07:34 PM

বাংলাদেশকে নিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্ণামেন্ট সিরিজের সূচি

বাংলাদেশকে নিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্ণামেন্ট সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফর শেষ ফুরফুরে মেজাজে থাকা ক্রিকেটাররা এখন ১২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত। এরপর জুনে ইংল্যান্ডের মাটিতে টাইগারদের মিশন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

ইতিমধ্যেই ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজ শেষ হবে ২৪ মে। শেষদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

তারিখ           ম্যাচ                                 ভেন্যু          বাংলাদেশ সময়

১২-৫-২০১৭  বাংলাদেশ-আয়ারল্যান্ড       ডাবলিন      বিকেল পৌনে ৪টা

১৪-৫-২০১৭    আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড         ডাবলিন      বিকেল পৌনে ৪টা

১৭-৫-২০১৭  বাংলাদেশ-নিউজিল্যান্ড      ডাবলিন       বিকেল পৌনে ৪টা

১৯-৫-২০১৭  বাংলাদেশ-আয়ারল্যান্ড       ডাবলিন       বিকেল পৌনে ৪টা

২১-৫-২০১৭    আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড         ডাবলিন         বিকেল পৌনে ৪টা

২৪-৫-২০১৭  বাংলাদেশ-নিউজিল্যান্ড       ডাবলিন      বিকেল পৌনে ৪টা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন