
নিউজ ডেস্ক : এখন সর্বত্রই আলোচনার বিষয় শুধু একজনকে নিয়ে। তিনি আর কেও নন সবার পরিচিত মুখ সদ্যই টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ তারকা খেলোয়াড়ের বন্দনায় মেতেছেন ভক্তরা। এ সময়েই এলো নতুন খবর। মাশরাফির নামে তৈরি হয়েছে একটি গান।
গানের সংশ্লিষ্টরা জানায়, ক্রিকেটার মাশরাফির প্রতি সম্মান ও ভালাবাসা জানাতে এই উদ্যোগ। লিরিক ভিডিও প্রকাশ হচ্ছে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায়। এটি থাকবে প্রযোজনা প্রতিষ্ঠান এইচটিএমের ইউটিউব চ্যানেলে। রবিউল ইসলাম জীবনের লেখা ‘মাশরাফি’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজনে রুম্মান চৌধুরী। কণ্ঠ দিয়েছেন নবাগত শিল্পী আবরার রহমান সিয়াম।
সংগৃহীতগানের কথাগুলো এ রকম—, ‘সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম, হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারও সালাম/তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝো বিজয়ের ভাষা/ মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা’।