
স্পোর্টস ডেস্ক : শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতার প্রথম ম্যাচে মাঠে জয় তুলে নিতে কোন বেগ পেতে হয়নি কলকাতার। ১০ উইকেটের বিশাল ব্যবধানে গুজরাট লায়ন্সকে উড়িয়ে দিয়ে আসরে শুভ সূচনা করেছে শাহরুখ খানের দল। গুজরাটের ৪ উইকেটে ১৮৩ রানের জবাবে দুই ওপেনার গৌতম গম্ভির ও ক্রিস লিনের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে কলকাতা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর ও লিন। পাওয়ার প্লে’র ছয় ওভারে স্কোরবোর্ডে ৭৩ রান যোগ করেন দুজন। যা আইপিএলের ইতিহাসে কলকাতার সর্বোচ্চ। ইনিংসের অষ্টম ওভারেই কলকাতার স্কোর পেরিয়ে যায় ১০০ রান। গুজরাটের বোলারদের নাস্তানাবুদ করে ১৪.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে কলকাতা। গম্ভির ৪৮ বলে ১২ চারে ৭৬ রানে অপরাজিত থাকেন। ৮৭ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ব্যাটিং ওপেন করে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান লিন ৯৩ রানে অপরাজিত থাকেন। মাত্র ৪১ বলের ইনিংসে ৬টি চারের সঙ্গে ৮টি ছয় মেরেছেন লিন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই কোন উইকেট না হারিয়ে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
এর আগে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে গুজরাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা। ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছিল গুজরাট। অধিনায়ক সুরেশ রায়না ৫১ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। দিনেশ কার্তিকের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৭ রান। ব্রেন্ডন ম্যাককালাম ওপেনিংয়ে নেমে ২৪ বলে ৩৫ রান করেন। সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া কুলদ্বিপ যাদব কলকাতার হয়ে ২৫ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
গুজরাট লায়ন্স: ১৮৩/৪ (২০ ওভারে) (জেসন রয় ১৪, ম্যাককালাম ৩৫, রায়না অপরাজিত ৬৮, অ্যারন ফিঞ্চ ১৫, কার্তিক ৪৭, ডোয়াইন স্মিথ অপরাজিত ০; ট্রেন্ট বোল্ট ৪০/১, পীযুষ চাওলা ৩৩/১, কুলদ্বিপ ২৫/২)
কলকাতা নাইট রাইডার্স: ১৮৪/০ (১৪.৫ ওভারে) (গৌতম গম্ভীর অপরাজিত ৭৬, লিন অপরাজিত ৯৩)।