
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন লিওনেল মেসি। জানা যায়, নতুন চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মে মাসে কাতালান শহরটিতে আসবেন আর্জেন্টাইন আইকনের বাবা ও প্রতিনিধি জর্জ হোর্হে মেসি। মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। সাম্প্রতিক সময়ে চুক্তি নবায়ন ইস্যুতে বেশ আলোচিত হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’ বলছে, সব ঠিক থাকলে ২০২২ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
বলা বাহুল্য, গত বছর নতুন চুক্তিতে সই করেন মেসির আক্রমণভাগের সঙ্গী নেইমার ও লুইস সুয়ারেজ। এবার বার্সার প্রাণভোমরার পালা! ক্লাবের ধারাবাহিক সাফল্য বজায় রাখতে ‘এমএসএন’ ত্রয়ীকে দীর্ঘমেয়াদে পেতে দৃঢ়প্রতিজ্ঞ স্প্যানিশ জায়ান্টরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলস্কোরার ২৯ বছর বয়সী মেসি। ২৫ ম্যাচে করেছেন সমান ২৫ টি গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪১ বার (৪০ ম্যাচে)।