News71.com
 Sports
 03 Apr 17, 07:03 PM
 641           
 0
 03 Apr 17, 07:03 PM

শেষ টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৩-১ সিরিজ জিতলো পাকিস্তান

শেষ টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৩-১ সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : সিরিজের চতুর্থ ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফলে চার ম্যাচের টি-২০ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিলো পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বারের মতো ক্যারিবীয়দের বিপক্ষে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান। এই জয়ের ফলে টি-২০ র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান। পক্ষান্তরে ছয় নম্বরে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

পোর্ট অব স্পেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় পাকিস্তান। প্রতিপক্ষ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৮ উইকেটে ১২৪ রানের মামুলি সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার চাঁদউইক ওয়ালটন। এ ছাড়া মারলন স্যামুয়েলস ২২ ও অধিনায়ক কালোর্স ব্রার্থওয়েট দুটি করে চার ও ছক্কায় অপরাজিত ২৪ বলে ৩৭ রান করেন। পাকিস্তানের হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার আহমেদ শেহজাদের ৫৩ ও বাবর আজমের ৩৮ রানের সুবাদে ৬ বল বাকী রেখেই ম্যাচ ও সিরিজ জিতে মাঠ ছাড়ে পাকিস্তান। শেহজাদ ৬ টি চার ও ১ টি ছক্কায় ৪৫ বলে নিজের ৫৩ রানের ইনিংসটি সাজান। আর ১টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৩৮ রান করেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ২টি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের হাসান আলী। একই দেশের শাদাব খান সিরিজ সেরা নির্বাচিত হন। টি-২০ লড়াই শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। যা শুরু হবে ৭ এপ্রিল থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন