News71.com
 Sports
 02 Apr 17, 11:09 PM
 687           
 0
 02 Apr 17, 11:09 PM

স্লো ওভার রেটের কারণে এবার মাশরাফিসহ বাংলাদেশ ক্রিকেট দলকেই জরিমানা করলো আইসিসি

স্লো ওভার রেটের কারণে এবার মাশরাফিসহ বাংলাদেশ ক্রিকেট দলকেই জরিমানা করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক : কলম্বোয় শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে। এছাড়াও দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ। আজ রবিবার (২ এপ্রিল) আসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কলম্বোয় শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে। দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পর নির্ধারিত সময়ে ২ ওভার ঘাটতি ছিল বাংলাদেশের। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও স্লো ওভার রেটের অভিযোগ ছিল মাশরাফির বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী, এ ধরণের অপরাধ ১২ মাসের মধ্যে দুবার করলে অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের পরের ওয়ানডেতে খেলতে পারবেন না মাশরাফি। আগামী মে মাসে আয়ারল্যান্ডে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে ১২ মে বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ আইরিশদের বিপক্ষে নিয়মিত অধিনায়ককে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন