News71.com
 Sports
 02 Apr 17, 10:19 AM
 683           
 0
 02 Apr 17, 10:19 AM

পাকিস্তানকে হারিয়ে সিরিজে জয়ের দিকে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানকে হারিয়ে সিরিজে জয়ের দিকে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ২-১ এ নিয়ে আসলো ওয়েস্ট ইন্ডিজ। ১৩৮ রানের লক্ষ্য ৩১ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লিউইস করেন ৯১ রান।

পোর্ট অব স্পেনে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুইতেই উইকেট হারায় স্বাগতিকরা। অপর প্রান্ত আগলে রেখে ব্যাট করে যান আরেক ওপেনার লিউইস। শেষ পর্যন্ত ৫১ বলে পাঁচ ও নয়টি বিশাল ছক্কায় উপর ভর করে ৯১ রান পাকিস্তানের আগের দুই ম্যাচের নায়ক লেগ স্পিনার শাহদাব খানের বলে আউট হন তিনি।

এর আগে টসে জিতে এর আগে ব্যাট করতে নেমে কামরান আকমলের ৪৮ ও বাবর আজমের ৪৩ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে সফরকারী পাকিস্তান। ক্যারিবীয় বোলারেদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান স্যামুয়েল বাদ্রি। আর একটি করে উইকেট দখল করেন কেসরিক উইলিয়ামস, কার্লোস ব্র্যাথওয়েট, সুনিল নারিন ও মারলন স্যামুয়েলস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন