
নিউজ ডেস্ক : বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সিরিজের শেষ ম্যাচ তথা তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭০ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ খুইয়ে এমনিতেই মন খারাপের মেঘ ঘুরছে বাংলাদেশ ক্রিকেট দলের আকাশে। হারের এই হতাশার সঙ্গে টাইগার শিবিরে যোগ হলো আরেকটি দুঃসংবাদও। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে তার ওপর এ শাস্তি আরোপ করা হয়েছে। ফলে আসন্ন আয়ারল্যান্ড সফরে একটি ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশ ওয়ানডে দলোর অভিনায়ক ম্যাশ।