
স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে বাংলাদেশকে ৭০ রানে হারিয়ে ওয়ানেডে সিরিজ শেষ করেছে তারা ১-১ সমতায়। এদিন টসের জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশী মাশরাফি। উদ্বোধনী জুটিতে লঙ্কানরা যোগ করে যে ৭৬ রান। এরপর টপ ও মিডল অর্ডারের সবাই কমবেশি অবদান রাখায় ৫০ ওভার শেষে শ্রীলঙ্কা স্কোরে জমা করে ৯ উইকেটে ২৮০ রান। জবাবে বাংলাদেশ ৪৪.৩ ওভারে গুটিয়ে যায় ২১০ রানে। আরও আগে শেষ হয়ে যেতে পারত বাংলাদেশের ইনিংস। হয়নি আসলে মেহেদী হাসান মিরাজের ইনিংসের কল্যাণে। শেষ দিকে নেমে এই অলরাউন্ডার খেলেন ৫১ রানের ইনিংস।
টপ অর্ডার ব্যাটসম্যানরাই শেষ করে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের ইনিংস। স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ হতেই সফরকারীরা হারায় তামিম ইকবালের উইকেট। নুয়ান কুলাসেকারাকে রিটার্ন ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার মাত্র ৪ রান করে। শুরুর ওই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার আঘাত কুলাসেকারার, এবার তার শিকার সাব্বির রহমান। প্রথম ওয়ানডেতে হাফসেঞ্চুরি করা এই ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই ধরা পড়েন উইকেটরক্ষক দিনেশ চান্ডিমালের গ্ল্যাভসে। খানিক পর মুশফিকুর রহিমের পরিণতিও একই। নিজের মুখোমুখি প্রথম বলেই তিনি প্যাভিলিয়নে ফেরেন সুরঙ্গা লাকমলের বলে এলবিডাব্লিউ হয়ে।
মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলার কাজে লেগে পড়েন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৭৭ রান। সময় উপযোগী ইনিংস খেলে ধীরে ধীরে নিজের রান বাড়িয়ে নেওয়া সৌম্যকে ফিরিয়ে শ্রীলঙ্কা ভাঙে এই জুটি। দিলরুয়ান পেরেরার বলে স্টাম্পড হয়ে যান তিনি ৩৮ রান করে। এই জুটি ভাঙার পর আবার বিদায়ের ঝড় উঠে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। বোলিংয়ে এসেই সেক্কুগে প্রসন্ন ফেরান মোসাদ্দেক হোসেনকে। সরাসরি বোল্ড হয়ে এই অলরাউন্ডার ফেরেন ৯ রান করে।
আশার আলো হয়ে তবু জ্বলে ছিলেন সাকিব। অসাধারণ সব শটে এই অলরাউন্ডার পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরি। যদিও ৫০ পূরণের পরপর তিনিও ধরেন প্যাভিলিয়নের পথ, ৬২ বলে ৭ বাউন্ডারিতে করেন ৫৪ রান। দিলরুয়ান পেরেরার বলে শর্ট কাভারে ধরা পড়েন গুনাথিলাকার হাতে। বাংলাদেশের স্বপ্নের মৃত্যুও যেন হয়ে যায় তাতে। নিজেকে প্রমাণের ভালো একটা মঞ্চ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। যদিও কাজে লাগাতে পারেননি সেটি। দলের দরকারের সময় উইকেট ছুড়ে দিয়ে বিপদ বাড়িয়ে এসেছেন আরও। লাকমলের লেগ সাইড দিয়ে যাওয়া ওয়াইড ডেলিভারিতে অযথা ব্যাট চালিয়ে ধরা পড়েন চান্ডিমালের গ্ল্যাভসে। ‘আত্মহুতি’র আগে নামের পাশে যোগ করেন মাত্র ৭ রান।