News71.com
 Sports
 19 Mar 17, 06:00 PM
 608           
 0
 19 Mar 17, 06:00 PM

মোবাইল খোয়া যাওয়ায় থানায় লিখিত অভিযোগ করলেন ভারতীয় ক্রিকেটার ধোনি

মোবাইল খোয়া যাওয়ায় থানায় লিখিত অভিযোগ করলেন ভারতীয় ক্রিকেটার ধোনি

স্পোর্টস ডেস্ক : মোবাইল ফোনা খোয়া যাওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি। আজ রোববার (১৯ মার্চ) তিনি গুজরাটের দরকা থানায় লিখিত অভিযোগ করেন। জানা যায়, ঝাড়খন্ড ক্রিকেট দল গুজরাটের একটি ফাইভ স্টার হোটেলে থাকাকালীন বৃহস্পতিবার রাতে এই হোটেলেই আগুন লাগে। কিন্তু ধোনি ও তার সতীর্থরা নিরাপদেই হোটেল থেকে বের হয়ে যান। অবশ্য তারা যেসব রুমে ছিলেন সেগুলোর কোনো ক্ষতি হয়নি।

তবে শুক্রবার (১৭ মার্চ) সকালে নাস্তা করতে নিচে নামেন ধোনি। নাস্তা করে রুমে ফিরে গিয়ে দেখেন তার তিনটি মোবাইল ফোনের একটিও নেই? শনিবার (১৮ মার্চ) বাংলার বিপক্ষে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল খেলে তারা। তাই আজ রবিবার থানায় লিখিত অভিযোগটি দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দরকা থানার অফিসার জানান, আজ রোববার তারা ধোনির কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন ৫ জনকে তারা আটকও করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন