News71.com
 Sports
 19 Mar 17, 03:37 PM
 673           
 0
 19 Mar 17, 03:37 PM

শততম টেস্টে সেঞ্চুরি এবং চার উইকেট নেওয়া ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় সাকিব

শততম টেস্টে সেঞ্চুরি এবং চার উইকেট নেওয়া ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় সাকিব

স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরি এবং চার উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার। এবার সেই কীর্তিতে তার পাশে বসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ তালিকায় যোগ হলেন সাকিব। যদিও কম রান খরচ করে ক্রেমারকে টপকে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

রবিবার (১৯ মার্চ) পি সারা ওভালে ১১৬ রানের ইনিংসের পর বল হাতেও আলো ছড়ান সাকিব। বাংলাদেশ সাকিবের এই ইনিংসের উপর ভর করেই লিড নিতে সক্ষম হয়। আর এই সেঞ্চুরিতে সাকিব পাকিস্তানের মাজিদ খান, অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি ও চার্লস কেলওয়ে, নিউজিল্যান্ডের বেভান কংডন ও ব্রায়ান হেস্টিংস, দক্ষিণ আফ্রিকার বিলি ওয়েড এবং জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমারের পাশে বসেন। তারা সবাই শততম টেস্টে নিজ দেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন।

ম্যাচের চতুর্থ দিনে তিন উইকেট পেয়েছিলেন তিনি। পঞ্চম ও শেষ দিনের সকালে শেষ ব্যাটসম্যান সুরাঙ্গা লাকমলকে ক্যাচ বানান মোসাদ্দেকের। ৭৪ রান দিয়ে সাকিব উইকেট নিয়েছেন চারটি। অন্যদিকে ক্রেমার চার উইকেট নেন ১৪২ রান দিয়ে। শততম টেস্টে যে কয়জন সেঞ্চুরি করেছেন তাদের মধ্যে তিনজন মাত্র অলরাউন্ডার। সাকিব ও ক্রেমার ছাড়া নিউজিল্যান্ডের বেভান কংডন ব্যাট ও বল দুটোই করতে পারতেন। তিনি দেশের হয়ে শততম টেস্টের এক ইনিংসে দুই উইকেট নিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন