স্পোর্টস ডেস্ক : অবশেষে ১৩৮ রান করেই মাঠ ছাড়লেন দিনেশ চান্দিমাল। দলীয় ৩০৫ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন এই লঙ্কান তারকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৯ উইকেট ৩০৭ রান। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত মোস্তাফিজুর রহমান ২ টি, সাকিব আল হাসান ২ টি, মেহেদী হাসান মিরাজ ৩ টি, তাইজুল ইসলাম ১ টি ও শুভাশিস রায় ১ টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।
এর আগে দলীয় ২৫০ রানের মাথায় অষ্টম উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাকিবের হাত ধরে দিনের প্রথম সাফল্য পান মুশফিক বাহিনী। ২৫ রান করা হেরাথকে বিদায় করেছেন সাকিব। প্রথম দিন মিরাজ-মোস্তাফিজরা হাসতে দেয়নি লঙ্কান ব্যাটসম্যানদের। দিন শেষে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা পড়ে ২৩৮ রান।
কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা রঙ্গনা হেরাথ। শততম টেস্টের জন্য চার পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। দলে ফিরেন সাব্বির রহমান, ইমরুল কায়েস এবং তাইজুল ইসলাম। অভিষেক হল মোসাদ্দেক হোসেনের। বাদ পড়েন মুমিনুল হক এবং তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাসের না থাকাটা নিশ্চিত ছিল।
প্রসঙ্গত, গল টেস্টে রঙ্গনা হেরাথের বোলিং তোপে বাংলাদেশকে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারাল শীলঙ্কা। সে ম্যাচে হেরাথ একাই ৬ টি উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।