স্পোর্টস ডেস্ক : ইনজুরির আঘাতে শততম টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। জানাগেছে, সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে নেটে ব্যাটিং অনুশীলনের সময় লিটন পাঁজরের বাঁ দিকে ব্যথা পান। প্রাথমিক টেস্টে দেখা গেছে তার সেখানকার হাড়ে চিঁড় ধরেছে।
ফলে হাতে কোনো বিকল্প না থাকায় এখন আবার গ্লাভস হাতে নামতে হচ্ছে অধিনায়ক মুশফিকুর রহিমকে। উল্লেখ্য, বুধবার (১৫ মার্চ) সকালে কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে গড়াচ্ছে টাইগারদের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫৯ রানে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে স্বাগতিকরা।