স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই পুর্ণগঠনে সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের পর্যবেক্ষক দল এরই মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। ভারতীয় দলের বর্তমান কোচ অনিল কুম্বলেকে ক্রিকেটারদের চুক্তি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কুম্বলের সুপারিশই নিশ্চিত করবে, কোন বিভাগে কত অর্থ বাড়বে।
কুম্বলে কোচ হয়ে আসার পরেই তখনকার বোর্ড সচিব অজয় শিরকের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। তবে তখন না বাড়লেও নতুন প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে। শুধু জাতীয় দল নয়, বেতন বাড়ছে ঘরোয়া ক্রিকেটারদেরও। এমনকি নারী ক্রিকেটারদের বেতনও বাড়িয়ে দ্বিগুণ করার কথা ভাবছে দেশটি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তিনটি বিভাগ রয়েছে। ধোনি-কোহলি-অশ্বিনদের মতো ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা বেতন পেয়ে থাকেন। মুরালি বিজয়, রবীন্দ্র জাদেজাদের মতো ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা পান ৫০ লাখ রুপি। আর ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্রর মতো ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা পান বছরে ২৫ লাখ রুপি। এর সঙ্গে ম্যাচ ফি বাবদও অর্থ পেয়ে থাকেন তাঁরা। টেস্টের জন্য পাঁচ লাখ রুপি আর ওয়ানডে ম্যাচের জন্য তিন লাখ রুপি পান ক্রিকেটাররা।
একই সঙ্গে কুম্বলের সহকারীদেরও বেতন বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সদস্য ও প্রাক্তন নারী ক্রিকেটার ডায়না এডুলজি বলেন, ‘ক্রিকেটারদের অর্থ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করছি আমরা। আমাদের কাছে ক্রিকেটাররাই আসল। ওরাই দেশকে গর্বিত করে। ওদের জন্যই বোর্ডে টাকা আসে। তাই ওদের দিকটা সবার আগে ভাবা দরকার।’