স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দুই লেগে মোট দশ গোল হজমের মধ্য দিয়ে আসর থেকে ছিটকে পড়েছে আর্সেনাল। তবে সেই হারের হতাশা ভুলে এবার এফএ কাপের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। লিঙ্কন সিটিকে ৫-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে গানাররা। গতকাল এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে অ্যামিরেটস স্টেডিয়ামে লিঙ্কন সিটিকে আমন্ত্রণ জানিয়েছিল আর্সেনাল। ঘরের মাঠের ওই ম্যাচে অতিথিদের হারের তিক্ত স্বাদ উপহার দিয়েছে ওয়ালটক-জিরু ও সানচেজরা।
চেনা মাঠে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে লিড এনে দেন থিও ওয়ালকট। গিবসের বাড়ানো বলে ডি-বক্সের মধ্যে ডান পায়ের নিচু শটে দলকে এগিয়ে ইংলিশ এই তারকা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় তারা। বিশ্রাম থেকে ফিরে আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। ম্যাচের ৫৮ তম মিনিটে ওয়াটারফল নিজেদের জালেই বল জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর ম্যাচের ৭২ মিনিটে ওজিলের পাস থেকে আর্সেনালকে ৪-০ গোলে এগিয়ে দেন চিলিয়ান ফরোয়ার্ড সানচেজ। আর ম্যাচের ৭৫ মিনিটে লিঙ্কনের জালে শেষ গোলটি করেন অ্যারন রামসি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের দল।